চট্টগ্রামে পৌঁছেছে আরও এক লাখ ৮৫ হাজার টিকা

চট্টগ্রামে পৌঁছেছে করোনার আরও এক লাখ ৮৫ হাজার ২০০ টিকা। বুধবার (২৮ জুলাই) সকাল ৭টায় বেক্সিমকো ফার্মার একটি ফ্রিজার ভ্যানে টিকাগুলো চট্টগ্রাম পৌঁছায়।

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি উপস্থিত থেকে টিকাগুলো বুঝে নেন। পরে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়।

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে আরও এক লাখ ৮৫ হাজার ২০০ টিকা চট্টগ্রামে পৌঁছেছে। এগুলো সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই সেন্টারে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে মডার্নার এক লাখ ছয় হাজার ৮০০ ডোজ এবং সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা আছে। চাহিদার ভিত্তিতে উপজেলা এবং নগরীর কেন্দ্রগুলোতে টিকা পাঠানো হবে।

গত ১৮ জুন চট্টগ্রামে সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা আসে। এরপর ১১ জুলাই ৭৮ হাজার ৪০০ ডোজ টিকা আসে। চট্টগ্রামের শহরে মডার্না ও উপজেলায় সিনোফার্মের টিকা প্রয়োগ হচ্ছে।