স্বাস্থ্যবিধি না মেনে টিকা নিতে উপচেপড়া ভিড়

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নোয়াখালীর হাতিয়ায় করোনার টিকা নিতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বৃদ্ধরা। স্বাস্থ্যকর্মীরা টিকা দিতে হিমশিম খাচ্ছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের টিকা কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে করোনার টিকা কেন্দ্রে চার লাইনে দুটি করে চার বুথে টিকা দেওয়া হচ্ছে। টিকা শেষ হয়ে যাবে মনে করে সবাই ভিড় করেছেন। দুই বুথে পুরুষ ও নারীদের জন্য করোনার প্রথম ডোজের টিকা এবং বাকি দুই বুথে পুরুষ ও নারীদের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। টিকা নিতে আসা মানুষের সংখ্যা বেশি। টিকা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।

উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের টিকা কেন্দ্রে এ দৃশ্য দেখা যায়

তিনি আরও বলেন, বিদেশগামীদেরও একই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে। এ জন্য মূলত মানুষের ভিড় বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে টিকা দেওয়ার চেষ্টা করছি আমরা।