নদী সাঁতরে পালাতে গিয়ে রোহিঙ্গা কিশোর আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর থেকে নদী সাঁতরে পালানোর সময় এক রোহিঙ্গা কিশোরকে (১৫) আটক করেছে সন্দ্বীপ কোস্টগার্ড। সে ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারে পরিবারের সঙ্গে থাকতো।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় তাকে ভাসানচর থানায় সোপর্দ করে সন্দ্বীপ ও ভাসানচর কোস্টগার্ড।

এর আগে বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

ভাসানচরের ক্যাম্প ইনচার্জ অনিক চৌধুরী বলেন, ভাসানচরের তিন নম্বর খাল দিয়ে সাঁতার কেটে নদী পার হয়ে সন্দ্বীপের বাংলাবাজার ঘাটে ওঠে ওই কিশোর। সেখান থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের কুতুপালং যেতে চেয়েছিলো। সন্দ্বীপ কোস্টগার্ড তাকে আটক করে ভাসানচর কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে। বিকালে হাতিয়া কোস্টগার্ড তাকে আমাদের কাছে হস্তান্তর করে।