ভাসানচর থেকে পালানোর সময় ২৬ রোহিঙ্গা আটক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় তিন দালাল ও ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় জাহাইজ্জারচর (স্বর্ণদ্বীপের দক্ষিণ পাশ) এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে ভাসানচর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
আজ বিকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা বাজরে পেছন দিয়ে তিন দালালের সহায়তায় একটি নৌকায় পালানোর চেষ্টা করে ২৬ রোহিঙ্গা। রাত সাড়ে ১০টার দিকে জাহাইজ্জারচরে নৌকাটি আটকে যায়। জেলেরা কোস্টগার্ডকে বিষয়টি জানালে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হয়।

রাত ১টার দিকে ভাসানচর বিআইডব্লিউটি পল্টুনে নৌকাসহ দালাল ও রোহিঙ্গাদের নিয়ে আসে কোস্টগার্ডের সদস্যরা। পরবর্তীতে আজ দুপুর ১টা ৪০ মিনিটে আইনানুগ ব্যবস্থা গ্রহণে ২৬ জন রোহিঙ্গা ও তিন দালালকে ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক তিন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।