মহাসড়কে ৫ লাখ টাকার কাঠসহ ট্রাক ফেলে গেলেন চালক

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় পাঁচ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক রেখে পালিয়েছেন চালক ও সহযোগী। পরে বন বিভাগের লোকজন কাঠসহ ট্রাকটি উদ্ধার করে নগরীর শাকতোলা কার্যালয়ে নিয়ে আসে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতলী রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা বন বিভাগের কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় অবৈধভাবে কাঠ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সুয়াগাজী ফরেস্ট চেকপোস্টে থাকা বন বিভাগের লোকজনের সন্দেহ হলে ত্রিপল প্যাঁচানো একটি ট্রাককে থামতে বলা হয়। কিন্তু ট্রাকচালক সিগন্যাল না মেনে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। পরে বন বিভাগের লোকজন ওই ট্রাককে ধাওয়া করলে ধনাইতরী এলাকায় মহাসড়কে ট্রাকটি রেখে চালক ও তার সহযোগী পালিয়ে যান।

তিনি আরও জানান, ট্রাকটিতে কড়ই ও আকাশমণি জাতের কাঠ বোঝাই ছিল। পরে সেটি উদ্ধার করে বিভাগীয় বন কার্যালয়ে নিয়ে আসা হয়। উদ্ধার কাঠের মূল্য আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা। অবৈধভাবে কাঠ ও ট্রাক পাচার এবং অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লার বন আদালতে মামলার প্রস্তুতি চলছে।