পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৬ জেলে গ্রেফতার

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬  জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। সেই সঙ্গে প্রায় ছয় কোটি ৩২ লাখ টাকা মূল্যের ২১ লাখ ৯ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। 

শনিবার (৯ অক্টোবর) বিকালে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি মোহাম্মদ কামরুজজ্জামান জানান, চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ও তার আশপাশের পদ্মা ও মেঘনা নদীর বেশকিছু এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার বিকাল পর্যন্ত অভিযানে মোট ২৬ জেলেকে গ্রেফতার করা হয়েছে। 

এ সময় বিপুল পরিমাণ জালসহ আটটি নৌকা ও ৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আটটি মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

অভিযানকালে উপস্থিত ছিলেন নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন ও সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য্যসহ অন্যান্য কর্মকর্তারা।