পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৭ জেলে গ্রেফতার

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৭ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নৌ পুলিশের অভিযানে ২৩ জন ও কোস্টগার্ডের অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়। 

রবিবার (১০ অক্টোবর) দুপুরে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের ছয়টি ফাঁড়ির অধীনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নদীতে মাছ শিকারের অপরাধে ২৩ জনকে আটক করা হয়। এ সময় ৬৭ লাখ ২০ হাজার মিটার জাল, ১২টি নৌকা ও ১৫৪ কেজি মাছ জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে।

এদিকে কোস্টগার্ড জানায়, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর স্টেশন কমান্ডার সাব. লেফটেন্যান্ট রুহান মঞ্জুরের নেতৃত্বে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল, দুটি ইঞ্জিনচালিত বোট ও ১০০ কেজি ইলিশসহ চার জেলেকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদের ১৫ দিন করে কারাদণ্ড দেন।

মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।