পরিবেশ দূষণের দায়ে ৫ কারখানাকে ১৮ লাখ টাকা জরিমানা 

অপরিশোধিত তরল বর্জ্য দিয়ে পরিবেশ দূষণ ও পরিবেশগত ছাড়াপত্রবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকার পাঁচ কারখানে ১৮ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। 

বুধবার (১৩ অক্টোবর) শুনানি শেষে পরিবেশ অধিদফতর মহানগর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী এসব প্রতিষ্ঠানকে জরিমানার আদেশ দেন।

মহানগর কার্যালয়ের উপ-পরিচালক মিয়া মাহমুদল হক এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, মঙ্গলবার পরিবেশ অধিদফতর মহানগর কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের বিষয়টি নিশ্চিত হয়ে পাঁচ প্রতিষ্ঠানকে শুনানিতে অংশ নিতে নোটিশ দেয়। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপস্থিতিতে বুধবার শুনানি শেষে ১৮ লাখ ২৫ হাজার ৫২০ টাকা জরিমানা করা হয়।

পাঁচ প্রতিষ্ঠান হলো বায়েজিদ বোস্তামি থানার নাসিরাবাদ এলাকার বেনজ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড, বিএসএস করপোরেশন (বিডি) লিমিটেড, ইসলাম স্টিল কারখানা, একই থানার টেক্সটাইল গেট এলাকার পপুলার ওয়াশিং কারখানা ও একই এলাকার হাজী ওয়াশিং কারখানা।