খুলে দেওয়া হলো এম এ মান্নান ফ্লাইওভারের সেই র‌্যাম্প 

অবশেষে ফাটল না পাওয়ায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন এম এ মান্নান ফ্লাইওভারের (বহদ্দারহাট ফ্লাইওভার) আরাকান সড়কমুখী র‌্যাম্প খুলে দেওয়া হয়েছে। 

র‌্যাম্পের পিলারে ফাটলের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে গত ২৫ অক্টোবর রাত থেকে ওই র্যাম্প দিয়ে যান চলাচল বন্ধ ঘোষণা করে চান্দগাঁও থানা পুলিশ। ১৩ দিন যান চলাচল বন্ধ থাকার পর আজ সকালে র‌্যাম্পটি খুলে দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সিডিএর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, সিটি করপোরেশনের গঠিত নিরপেক্ষ তদন্ত কমিটি র‌্যাম্পের পিলারে ফাটল পায়নি। এরপর তারা বিষয়টি আমাদের অবহিত করলে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সকে দিয়ে পিলারটির যে অংশে ফলস কাস্টিং ছিল, তার ওপর প্রলেপ দেওয়া হয়েছে। এরপর শনিবার (৬ নভেম্বর) রাতে র‌্যাম্পের মুখে দেওয়া প্রতিবন্ধকতা তুলে নেওয়া হয়। সিটি করপোরেশনকে বলার পর তারা আজ সকাল থেকে যান চলাচলের জন্য র‌্যাম্পটি উন্মুক্ত ঘোষণা করে।

আজ সকালে র‌্যাম্পটি খুলে দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ অক্টোবর রাতে ‘ফ্লাইওভারে ফাটল’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট করা একটি ছবি ভাইরাল হয়। এরপর চান্দগাঁও থানা আরাকান সড়কমুখী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরদিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘পিলারে ফাটল নেই’ জানানো হয়। কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী ‘নির্মাণ ত্রুটির কারণে পিলারে ফাটল দেখা দিয়েছে’ বলে মন্তব্য করেন। 

ফ্লাইওভারের র‍্যাম্পের পিলারে ফাটল পায়নি তদন্ত কমিটি

এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য তিনি একটি কমিটি গঠনের নির্দেশ দেন। এরপর সিটি করপোরেশনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ২ নভেম্বর তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পিলারে ফাটল নেই বলে প্রতিবেদনে উল্লেখ করেন তারা।