পরীক্ষা নিতে দেরির বিষয়টি সমন্বয় করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এ বছর আট মাস দেরিতে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আগামীতে এই দেরি হওয়ার বিষয়টি সমন্বয় করা হবে। এ নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই।’ মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী করোনা পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, ‘বিশ্বে একটি অতিমারি চলছে। সেই অতিমারির কারণে মানুষের জীবন-জীবিকা সবকিছু থমকে গেছে। তার মধ্যে আমরা যে এই পাবলিক পরীক্ষাগুলো নিতে পারছি, সেজন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, করোনা পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সবাইকে ধন্যবাদ জানাই, তারা যেভাবে এই করোনা পরিস্থিতি মোকাবিলা করেছে সেজন্য।’

তিনি আরও বলেন, ‘এ বছর পরীক্ষা দিতে যত দেরি হয়েছে তা পরবর্তী সময়ে আমরা সমন্বয় করবো। কারও অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তবে আগামী বছরের পরীক্ষাগুলো একেবারে যথাসময়ে নেওয়ার কোনও সুযোগ নেই। কিন্তু এ বছরের মতো এত দেরি হবে না ইনশাআল্লাহ।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আগামী বছরের শুরুতে শ্রেণিকক্ষে পাঠদান পুরোপুরিভাবে সম্ভব না হলেও, এ বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। আমরা চেষ্টা করছি, সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার। পরিস্থিতি স্বাভাবিক হলে, সবকিছু আগের মতো হবে।’

পরে মন্ত্রী চাঁদপুর আল আমিন স্কুল অ্যান্ড কলেজে (ছাত্র শাখা) চাঁদপুর জেলায় ১২ থেকে ১৮ বয়সের শিক্ষার্থীদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে ৪০০ শিক্ষার্থীকে টিকা প্রদানের জন্য রেজিস্ট্রেশন করা হয়েছে।