X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

এসএসসির ব্যবহারিক পরীক্ষার জন্য টাকা আদায়ের অভিযোগ

রংপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২৪, ২১:২৩আপডেট : ২০ মার্চ ২০২৪, ২১:৩২

এসএসসি পরীক্ষার চারটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়া দুই হাজার ৭শ’ পরীক্ষার্থীর কাছ থেকে ২০০ টাকা করে বাধ্যতামূলক আদায় করার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরীক্ষার্থী জানান, ব্যবহারিক পরীক্ষায় চারটি বিষয়ে ২০০ করে টাকা প্রত্যেক পরীক্ষার্থী না দিলে নম্বর কম দেওয়া হবে এবং এতে পরীক্ষায় ভালো ফল থেকে তারা বঞ্চিত হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আব্দুস সালাম মণ্ডল ও চার সহকারী শিক্ষক। ফলে বাধ্য হয়ে ২ হাজার ৭০০ পরীক্ষার্থীর সবাই ২০০ টাকা করে দিতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) পদার্থবিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। তাদের কাছে চারটি বিষয়ে ব্যবহারিক পরীক্ষা বাবদ ওই টাকা জোর করে নেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৈরাতী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচটি বিষয়ে ২ হাজার ৭৫১ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়েছে। পদার্থবিজ্ঞানের শিক্ষক রিফুজার রহমান রিপন (ইনডেক্স নং ১০৩৯৬১২) ৬২৫ জন পরীক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে ৩১ হাজার ২৫০ টাকা নিয়েছেন। একইভাবে রসায়ন বিভাগের শিক্ষক প্রকাশ চন্দ্র সরকার (ইনডেক্স নং ১১১৪৩৭৫) ৬২০ জন পরীক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা করে ৩১ হাজার টাকা নিয়েছেন। অন্যদিকে, জীববিজ্ঞান শিক্ষক রণজিৎ কুমার (ইনডেক্স নং ১০২৮২৯৬) ৬২০ জন শিক্ষার্থীর থেকে ৩১ হাজার টাকা উত্তোলন করেন। কৃষি বিষয়ের শিক্ষিকা আফরোজা খাতুন (ইনডেক্স নং ৫৬৬২৪৫) ৭২২ জন শিক্ষার্থীর থেকে ৩৬ হাজার ১০০ টাকা এবং উচ্চতর গণিত ব্যবহারিক খাতায় নম্বর দিতে শিক্ষক রিফুজার রহমান রিপন ১৬৫ জন শিক্ষার্থীর কাছ থেকে ৮ হাজার ২৫০ টাকা নিয়েছেন।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বৈরাতি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক জানান, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। এর অর্ধেক প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব, বাকি টাকা চার শিক্ষক ভাগবাটোয়ারা করে নেবেন।

সার্বিক বিষয়ে জানতে বৈরাতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আব্দুস সালাম মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে ব্যাপারগুলো এবার বাইরে এসেছে।’

এদিকে, যে চার শিক্ষকের বিরুদ্ধে পরীক্ষার্থীদের কাছ থেকে জোর করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তারা কেউই এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ বর্মণ বলেন, ‘অভিযোগটি দুপুরে শুনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারবে না অ্যাডহক কমিটি
বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার
২০২৬ সালের বিনামূল্যের পাঠ্যবইয়ের চাহিদা চেয়েছে সরকার
সর্বশেষ খবর
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ৭ কিলোমিটার যানজট
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের