কোম্পানীগঞ্জের রাজনীতির কারণে আমাদের ঘুম হারাম: হুইপ স্বপন

কোম্পানীগঞ্জের রাজনীতি পুরো নোয়াখালীর রাজনীতিকে ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। তিনি বলেছেন, ‘নোয়াখালী জেলা কমিটির অধীনে সামান্য কোম্পানীগঞ্জ উপজেলা। এর মধ্যে বসুরহাট পৌরসভা। সেটার যন্ত্রণায় আমাদের ঘুম নেই। রাত নেই, দিন নেই, আমাদের ঘুম হারাম হয়ে গেছে। জেলা আওয়ামী লীগ কোম্পানীগঞ্জের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নেতাদের জানাবেন।

শনিবার (২০ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় জিলা স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘বিএনপির অনেক আইনজীবী আছেন, তারা আদালতে দ্বারস্থ হতে পারেন। দেশের আইন সবার জন্য সমান, আদালত সম্পূর্ণ স্বাধীন। আদালত যদি নির্দেশনা দেয় সরকার ১০০ বার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাবে। কিন্তু আইন তা পারমিট করে না। ওনার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করছে। খালেদা জিয়ার মুক্তি অথবা চিকিৎসা চায় না বিএনপি। বিএনপি বরং বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। তারপরও সাবেক প্রধানমন্ত্রী, সিনিয়র সিটিজেন ও একজন রাজনীতিবিদ হিসেবে বেগম জিয়াকে কাজের বুয়াসহ কারাগারে থাকার সুযোগ করে দেওয়া হয়েছিল। এখন তারা রাতের বেলা আমাদের কাছে এসে মানবিক আবেদন করছেন। সংসদের নেত্রীর কাছে মানবিক আবেদন করছেন, আবার তারাই রাজপথে নেত্রীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন। মানবিকতা কাকে বলে সেটা কি বিএনপির কাছে নেত্রী বা আওয়ামী লীগকে শিখতে হবে?’

নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। জননেত্রী শেখ হাসিনা এই নেতাকর্মীদের বিষয়ে সবসময় সচেতন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হবে।’ এ ছাড়া তৃণমূলের কর্মীদের আরও সুসংগঠিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

সভায় বক্তারা দীর্ঘদিনের ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরেন। তারা অনতিবিলম্ব জেলার সব পর্যায়ের সম্মেলনের মাধ্যমে কমিটি করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানান।

জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও শহিদ উল্লাহ খান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খান, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।

এ সময় নোয়াখালী-১ আসনের এমপি এইচ এম ইব্রাহিম, নোয়াখালী-৩ আসনের মামুনুর রশিদ কিরণ, নোয়াখালী-৬ আসনের সাংসদ আয়েশা ফেরদৌস, ৩৩ মহিলা সংরক্ষিত আসনের সদস্য বেগম ফরিদা খানম, হাতিয়া আসনের সাবেক এমপি মোহাম্মদ আলী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ কে এম জাফর উল্যাহ, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবদুল ওয়াদুদ পিন্টুসহ ৯ উপজেলার পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রায় চার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।