টিভি চ্যানেলের স্টিকার লাগানো গাড়িতে মিললো ৮৭ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় থেকে ৮৭ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। 

আটককৃতরা হলো—চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আমিনুল ইসলাম বুলবুল (৩৭) ও চাদঁপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. সোহান (২২)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসব তথ্য জানান র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মো. যোবায়ের।

তিনি জানান, একটি চক্র সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে মাদক চোরাচালান করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আশুগঞ্জের টোলপ্লাজায় একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। পরে রাত সাড়ে ১১টার দিকে ‌একটি টিভি চ্যানেলের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি করা হয়। 

এ সময় আমিনুল ইসলাম ও সোহান সাংবাদিক পরিচয় দেয়। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় প্রাইভেট কারটিতে তল্লাশি করে র‍্যাব। এ সময় প্রাইভেট কারের ভেতর থেকে ৮৭ কেজি গাজাঁ ও দুই বোতল হুইস্কি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।