ভাসানচরে পৌঁছেছে আরও ৩৭৯ রোহিঙ্গা 

সপ্তম দফায় কক্সবাজার থেকে আরও ৩৭৯ রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল ৩টায় তারা ভাসানচর এসে পৌঁছায়। এর মধ্যে পুরুষ ১৩২, নারী ৯৮ ও ১৪৯ জন শিশু রয়েছে।

এর আগে, দুপুর ১২টায় চট্টগ্রামের বোট ক্লাব থেকে নৌবাহিনীর একটি জাহাজে করে তারা ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, বিএনএস পেঙ্গুইন জাহাজে করে বিকাল ৩টায় ৩৭৯ জন রোহিঙ্গা ভাসানচরে এসেছে।

জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাসানচরে প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম। এ নিয়ে এখন পর্যন্ত সাত দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ১৮ হাজার ৮৭৯ রোহিঙ্গাকে ভাসানচরে আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রি কলেজ মাঠের অস্থায়ী প্রত্যাবাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে বুধবার (২৪ নভেম্বর) সকালে বাসে রোহিঙ্গাদের সড়কপথে চট্টগ্রাম নিয়ে আসা হয়। এরপর নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে করে রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয় শিবিরে নিয়ে আসা হয়।