চট্টগ্রামে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড

চট্টগ্রাম নগরীর সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ৪০ এ আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

তিনি আরও জানান, আগুনে কারখানার ভেতরে থাকা বেশকিছু রাসায়নিক কেমিক্যাল ভর্তি ড্রাম পুড়ে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।