ভোট দিতে এসে কারাগারে যুবক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে মো. আলাউদ্দিন (২৭) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৮ নভেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড দেন। আলাউদ্দিন উপজেলার টিঘর গ্রামের হিরা মিয়ার ছেলে। 

সাফফাত আরা সাঈদ জানান, সকালে পানিশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে অন্যের ভোট দিতে আসেন আলাউদ্দিন। তালিকার সঙ্গে তার ছবি না মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। 

এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা-২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া ছয় হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।