সিলেবাস কমানোর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস ৫০ শতাংশ করা এবং তিনটি বিষয়ে পরীক্ষা দেওয়ার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেয়।

শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তেমন ক্লাস হয়নি। এর মধ্যে ২০২১ সালের পরীক্ষার্থীরা ৭০ শতাংশ সিলেবাসে শুধু নিজ নিজ বিভাগের মাত্র তিনটি পরীক্ষা দিয়েছে। কিন্তু ২০২২ সালের পরীক্ষার্থীরা তাদের চেয়ে কম সময় পেলেও পাঁচ বিষয়ে পরীক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। সেজন্য পরীক্ষার সিলেবাস ৫০ শতাংশ করাসহ তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়ার জন্য দাবি জানায় তারা। দাবি না মানা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।

জাহিদ হাসান নামে এক শিক্ষার্থী বলে, গত এক বছরে আমরা ভালো পড়াশোনা করতে পারিনি। আমরা চাই আমাদের পরীক্ষা তিন বিষয়ে নেওয়া হোক এবং সিলেবাস কমিয়ে দেওয়া হোক।