বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে গেলেন রোহিঙ্গা তরুণী

বাংলাদেশি পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা তরুণীকে চট্টগ্রামে আটক করা হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রামের মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট অফিসে আসেন মারজিয়া আক্তার (১৯) নামে ওই তরুণী। তার কথাবার্তা সন্দেহ হলে পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তারা তাকে আটক করেন।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ বলেন, ‘চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া এলাকার বাসিন্দা পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন করেন এক তরুণী। তিনি জন্মসনদ, মা-বাবার জাতীয় পরিচয়পত্র দেন। কিন্তু তার কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা যায়, কক্সবাজারের উখিয়ার একটি ক্যাম্পে ২০১৭ সালে রোহিঙ্গা হিসেবে তিনি নিবন্ধিত হন। ক্যাম্পে তার মা-বাবা রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী নিজেকে রোহিঙ্গা নাগরিক হিসেবে স্বীকার করেছেন। ক্যাম্প থেকে পালিয়ে সন্দ্বীপে আসেন। পরে ওই তরুণীকে ডবলমুরিং থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’