খাগড়াছড়িতে হঠাৎ বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত শিশু

খাগড়াছড়িতে হঠাৎ বেড়েছে নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত শিশু। বৃহস্পতিবার ৮ জন শিশু চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনও ভর্তি আছে ১২ জন।

জেলার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত তিন মাসে (নভেম্বর-জানুয়ারি) খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ১১৪ জন  নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত শিশু ভর্তি হয়। এর মধ্যে মারা যায় ১৫ জন।

আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান এমনিতেই শীত মৌসুমে ঠান্ডাজনিত কারণে খাগড়াছড়িতে শিশুদের রোগের প্রকোপ বেড়েছে। এর জন্য অভিভাবকদের অবহেলাকেও দায়ী করেন তিনি।

এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে তিন জন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। চিকিৎসক সংকট দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান ডা. রিপল।