X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

অসুস্থ মেয়েকে দেখতে এসে বাবা-মায়ের মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি
১৭ জুন ২০২৩, ১৭:৫৯আপডেট : ১৭ জুন ২০২৩, ১৭:৫৯

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লংথিয়ান পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই ইউনিয়নের নতুন বেটলিং পাড়ার বাসিন্দা বাহন ত্রিপুরা (৫৫) ও তার স্ত্রী মেলাতি ত্রিপুরা (৫০)। ডায়রিয়ায় আক্রান্ত মেয়ে ও মেয়ের জামাইকে দেখতে এসে ডায়রিয়ায় আক্রান্ত হন তারাও। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

বাহন ত্রিপুরার স্বজনরা জানিয়েছেন, গত সপ্তাহে বাহন ত্রিপুরার মেয়ে ও মেয়ের জামাই ডায়রিয়ায় আক্রান্ত হন। তাদের দেখতে বেটলিং পাড়া থেকে মেয়ের শ্বশুরবাড়ি লংথিয়ান পাড়ায় আসেন বাহন ত্রিপুরা ও মেলান ত্রিপুরা। সেখানে অবস্থানকালে গত সোমবার তারাও ডায়রিয়ায় আক্রান্ত হন। দুর্গম এলাকা হওয়ায় তাদের উপজেলা হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মৃত্যু হয়। তবে তাদের মেয়ে ও মেয়ের জামাই সুস্থ আছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘দুই জনের মৃত্যুর খবর পেয়েছি। পুরো এলাকার সার্বিক অবস্থার খোঁজ নিচ্ছি। প্রয়োজনে সেখানে মেডিক্যাল টিম পাঠানোর ব্যবস্থা করবো।’ 

তিনি বলেন, ‘কয়েকদিন আগে দুর্গম লংথিয়ান পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। আমাদের টিম বুধবার ৩৯ জন রোগীকে চিকিৎসা দিয়ে ফিরে এসেছে। প্রয়োজনে আবার যাবে। তবে ওই এলাকায় নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা ঠিক না হলে, এর স্থায়ী সমাধান হবে না।’

পাড়ার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, পাড়ায় নিরাপদ পানির সংকট রয়েছে। তীব্র গরমের কারণে ছড়া থেকে নেমে আসা পানি দূষিত হয়ে পড়েছে। ওই পানি পানে অনেকে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। এর আগেও ওই পাড়ায় একজনের মৃত্যু হয়েছিল। বর্তমানে অনেকে আক্রান্ত আছেন।

সাজেক ইউপির চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। লংথিয়ান পাড়াটি দুর্গম হওয়ায় হেঁটে যাওয়া ছাড়া কোনও উপায় নেই। ওই পাড়ার অনেকে ডায়রিয়ায় আক্রান্ত। তীব্র গরমে ছড়া ও বিলে পানির সংকট দেখা দিয়েছে। যে যেভাবে পারছেন, পানি পান করছেন। এতে ওই পাড়ায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরবিন্দ চাকমা বলেন, ‘কয়েকদিন আগে স্বাস্থ্য বিভাগের একটি টিম ওই পাড়ায় চিকিৎসা দিয়েছিল। আবারও সেখানে আমাদের টিম পাঠানো হবে।’

/এএম/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই