বঙ্গোপসাগরে র‍্যাবের অভিযান, এক লাখ ইয়াবাসহ আটক ২

মিয়ানমার থেকে সাগরপথে মাছ ধরার ট্রলারে বাংলাদেশে আনার সময় এক লাখ ইয়াবার চালান আটক করেছে র‍্যাব-১৫। শনিবার সকালে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবার এই চালান আটক করা হয়। এ সময় দুই পাচারকারীকেও আটক করা হয়েছে। 

আটককৃতরা হলো- মহেশখালী উপজেলার মোহাম্মদ হাসান (৪৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মবিনের ছেলে মো. হাসান (৪০)।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন, আমাদের কাছে তথ্য ছিল ফিশিং ট্রলারে বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার থেকে সাগরপথে বাংলাদেশে নিয়ে আসছে পাচারকারীরা।

এই তথ্যের ভিত্তিতে শনিবার ভোর থেকে সাগরে টহল শুরু করা হয়। এ সময় ফিশিং ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামার সংকেত দেওয়া হয়। কিন্তু ট্রলারটি না থামিয়ে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যেতে থাকে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। 

তিনি জানান, এরপর ট্রলার তল্লাশি করে এক লাখ ইয়াবা উদ্ধার করা। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি