নোয়াখালীতে মন্দির থেকে দুটি মূর্তি চুরি

নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রী শ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের দুটি মূর্তি চুরি হয়েছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম থানায় মামলা করেছেন মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট।

পুলিশ জানায়, সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। মন্দিরের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে কে বা কারা মূর্তিটি চুরি করেছে, তা শনাক্ত করতে পারেনি পুলিশ।

মন্দিরের পুরোহিত রণজিৎ চক্রবর্তী বলেন, রবিবার সারাদিন পূজার সময় রাধাগোবিন্দের দুটি বিগ্রহ সিংহাসনে ছিল। সন্ধ্যায় সত্যনারায়ণ পূজার পর বিগ্রহগুলোকে শয়নকক্ষে রাখা হয়। সোমবার ভোর ৫টায় মন্দিরে প্রবেশ করে শয়নকক্ষের দরজা ভাঙা এবং রাধাগোবিন্দের আসন দুটি খালি পড়ে থাকতে দেখি।

মন্দিরের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বলেন, মন্দিরের সিসিটিভির ফুটেজে দেখা যায়, রবিবার রাত ৩টা ৩৬ মিনিটে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করছেন। মন্দিরের দরজা ভেঙে শয়নকক্ষ থেকে রাধাগোবিন্দের দুটি মূর্তি নিয়ে যান ওই ব্যক্তি। সকালে মন্দিরের পুরোহিত আমাকে ঘটনাটি জানান। পরে বিষয়টি সুধারাম থানা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং সিসিটিভির ফুটেজ জব্দ করে। 

তিনি বলেন, গত ৭০ বছরে কখনও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেনি। এ ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন বলেন, মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর কখনও এই ধরনের ঘটনা ঘটেনি। ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি হওয়া দরকার।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি শোনার পরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা হয়েছে। দোষী ব্যক্তিকে ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।