চট্টগ্রামে আরও ১২ জনের করোনা শনাক্ত 

 

 

চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমেছে। গত তিন দিন ধরে শনাক্তের হার নেমেছে এক শতাংশের নিচে। শনিবার (৬ মার্চ) আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রামে ১৩টি ল্যাবে এক হাজার ৪০১ টি নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ।

এর আগের দিন শনিবার (৫ মার্চ) এক হাজার ৫৮৭ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল দশমিক ৮৯ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চট্টগ্রামে করোনা শনাক্তের হার কমে আসছে। রবিবার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীতে ১১ জন এবং একজন জন রয়েছেন উপজেলার বাসিন্দা। ১৫টি উপজেলার মধ্যে শুধুমাত্র ফটিকছড়িতে একজনের করোনা শনাক্ত হয়।

উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ৫৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নগরীতে ৯২ হাজার ৩৩ ও জেলার ১৫টি উপজেলায় ৩৪ হাজার ৫১১ জনের মধ্যে এ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে এক হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নগরীতে ৭৩৪ জন ও জেলার ৬২৮ জন রোগী রয়েছেন।