‘বন্দুকযুদ্ধে’ আহত র‍্যাব কর্মকর্তা শঙ্কামুক্ত

কুমিল্লায় মাদক কারবারিদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় গুলিবিদ্ধ র‍্যাব সদস্য করপোরাল মো. রুবেল গাজী শঙ্কামুক্ত হয়েছেন। তার শরীরে বিদ্ধ গুলি বের করেছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে এখনও কুমিল্লা সিএমএইচে রাখা হয়েছে। 

এদিকে আহত তিন মাদক ব্যবসায়ীর একজনকে ছাড়পত্র দিয়ে র‍্যাব হেফাজতে রাখা হয়েছে। অন্য দুই জন এখনও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

শনিবার (৯ এপ্রিল) দুপুরে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১১ এর কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

আরও পড়ুন: কুমিল্লায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গোলাগুলি

তিনি বলেন, ‌‘বন্দুকযুদ্ধে’ করপোরাল রুবেলের শরীরে একটি গুলি লাগলে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা সিএমএইচে পাঠান কর্তব্যরত চিকিৎসক। সেখানে শুক্রবার (৮ এপ্রিল) তার শরীর থেকে গুলিটি বের করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।’

মেজর মোহাম্মদ সাকিব জানান, ঘটনায় জড়িত আরও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শিগগিরই জানানো হবে। 

গত ৭ এপ্রিল রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ইউনিয়নের লালবাগ এলাকায় র‍্যাবের সঙ্গে মাদক কারবারিদের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এতে এক র‍্যাব কর্মকর্তা ও তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।