আগুন লাগার খবর শুনে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের রেলস্টেশন সংলগ্ন ব্যাংক রোডে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন লাগার খবর শুনে হোসেন মার্কেটের ব্যবসায়ী আবদুল করিম রিংকু (৪০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি দুর্গাপুর ইউনিয়নে লক্ষ্মীনারায়ণপুর গ্রামের ফরাজি বাড়ির আবুল কালামের ছেলে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চৌমুহনী ব্যাংক রোডের পশ্চিম পাশের ইসলাম মার্কেট, হক মার্কেট ও তৎসংলগ্ন স্টেশন মার্কেটে আগুন লাগে। অগ্নিকাণ্ডে শতাধিক দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।  

চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটি ম্যান আবদুস সালাম জানান, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ছয় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখও নিরূপণ করা হয়নি।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোসলেহ হোসেন বলেন, চৌমুহনী বাজারে আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানের ব্যবসায়ী ও কর্মচারীসহ ১২ জন আহত হয়েছেন। ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে যাওয়ার সময় ব্যবসায়ী রিংকু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।