বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ৩ দোকানিকে জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে সয়াবিন বিক্রি করায় খাগড়াছড়ির গুইমারা বাজারে দুইটি ও উপজেলার জালিয়াপাড়ায় বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মে) দুপুরের পর গুইমারা বাজারে সয়াবিন তেলের দাম মূল্য চেয়ে বেশি রাখায় মিলন স্টোরকে আট হাজার টাকা ও মেসার্স চন্দ্রিমা স্টোরকে আট হাজার টাকা ও জালিয়াপাড়ার নবী স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তুষার আহমেদ ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই জরিমানা করেন বলে জানান গুইমারা থানার ওসি মো. মিজানুর রহমান।