ফাঁদ পেতে হাতি হত্যার অভিযোগে বাবা-ছেলে কারাগারে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দুই বছর আগে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদের (ঘেরা) সহায়তায় বন্য হাতি হত্যার অভিযোগে বাবা-ছেলেকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ মে) চট্টগ্রাম বন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াছমিনের আদালত এ আদেশ দেন। 

কারাগারে পাঠানো বাবা-ছেলে হলেন রাঙ্গুনিয়া উপজেলার জয়নগর এলাকার মৃত মাইবা আহমেদের ছেলে মো. আবুল হাসেম এবং তার ছেলে সাহাব উদ্দিন।

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হাতি হত্যার অভিযোগে দায়ের করা মামলার দুই আসামি আবুল হাসেম এবং তার ছেলে সাহাব উদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ১৯ নভেম্বর অবৈধভাবে স্থাপনকৃত বৈদ্যুতিক লাইনের বেড়ার সংস্পর্শে একটি বন্য হাতি মারা যায়। এ ঘটনায় মাইবা আহম্মদ এবং তার ছেলে মো. আবুল হাসেমকে আসামি করে মামলা দায়ের করা হয়।