বাংলাদেশি পাসপোর্ট করতে গিয়ে ধরা খেলেন রোহিঙ্গা তরুণী

চট্টগ্রামে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে জোবাইদা খানম (১৯) নামে এক রোহিঙ্গা তরুণীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৩ মে) দুপুর ২টায় নগরের মনসুরাবাদ এলাকায় অবস্থিত বিভাগীয় পাসপোর্ট অফিসে গিয়ে আবেদন জমা দেন তিনি।

আবেদনে নিজেকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর গ্রামের সৈয়দ নুরের মেয়ে জোবাইদা খানম বলে উল্লেখ করেন। যাচাই-বাছাইয়ে ধরা খেলে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আঙুলের ছাপ যাচাই করে দেখা যায়, সে রোহিঙ্গা নাগরিক। তার নাম জুবাইরা বিবি। কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মুস্তাক আহমেদের মেয়ে। পরে তাকে ডবলমুরিং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।’