পদ্মা ও সেতুর আজীবন চিকিৎসা ফ্রি

কুমিল্লার বরুড়ায় জন্ম নেওয়া যমজ শিশু পদ্মা ও সেতু দেশের সরকারি হাসপাতালগুলোতে আজীবন ফ্রিতে চিকিৎসা পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল।

তিনি বলেন, পদ্মা ও সেতুর চিকিৎসা ফ্রি করা হয়েছে। তারা আজীবন দেশের যেকোনও সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতাল থেকে কোনও ফি ছাড়াই সেবা নিতে পারবে। সিভিল সার্জনের সঙ্গে কথা বলে তাদের একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। এই প্রত্যয়ন ব্যবহার করে তারা দেশের যেকোনও সরকারি হাসপাতাল থেকে সেবা পাবে। 

আরও ২ নবজাতকের নাম রাখা হলো পদ্মা ও সেতু

এ বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, দুই শিশুর নাম রাখার মধ্য দিয়ে দেশের উন্নয়নকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। ওই দুই শিশুর নাম আমার খুবই ভালো লেগেছে। তাদের জন্য কিছু করতে পারা সত্যিই আনন্দের।

এর আগে, বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (২১ জুন) স্বাভাবিক প্রক্রিয়ায় শশইয়া এলাকার ঝুমুর যমজ দুই শিশুর জন্ম দেন। পরে তাদের নাম রাখা হয় পদ্মা ও সেতু।