র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) বিকালে উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুরে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সুমন (২৮) নামে এক র‍্যাব সদস্যও রয়েছেন। র‍্যাবের দেওয়া তথ্যমতে অপর দুজন হলেন- মাদক ব্যবসায়ী নাসির মিয়া (৪০) ও র‍্যাবের সোর্স খোকন (৩৫)।

র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফি উদ্দিন মো. জুবায়ের জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর ২৩ সদস্যের একটি আভিযানিক দল আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুরে অভিযানে যায়। এ সময় গ্রামের সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে দা-বটি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় র‍্যাব পাল্টা আক্রমণ করলে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীসহ তিন জন আহত হন।

পরে অতিরিক্ত র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩৩ বোতল ফেনসিডিল কয়েটি দা-বটি উদ্ধার করে। আহত তিন জনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত নাসির মিয়াকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে র‍্যাব।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাঈদুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে আহত ব্যক্তির হাতে এবং পায়ে দুটি গুলি লেগেছে। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা সম্পর্কে এখনই সার্বিকভাবে বলা যাচ্ছে না। তাকে প্রাথমিক চিকিৎসার শেষে আমরা ভর্তি দিয়েছি।