হালদায় ভেসে উঠেছে তিন কাতল, প্রতিটির ওজন ৯ কেজির বেশি 

দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গত দুদিনে তিনটি বড় আকৃতির মৃত কাতল মাছ ভেসে উঠেছে। হালদা নদীর কাগতিয়া, দড়দুয়ার নয়াহাট ও সত্তারঘাট অংশে মাছগুলো ভেসে ওঠে। হালদা নদীতে বিষ প্রয়োগের ফলে এসব মাছের মৃত্যু হতে পারে বলে ধারণা করা করছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে নদীর সত্তারঘাট এলাকায় একটি মৃত কাতল ভেসে উঠে। মাছটির ওজন ১০ কেজি ৭৭২ গ্রাম। মাছটির দৈর্ঘ্য তিন ফুট ও উচ্চতা ১০ ইঞ্চি। এর আগে, আজ সকালে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকায় আরেকটি মৃত কাতল ভেসে ওঠে। উদ্ধার হওয়া মাছটির ওজন ছিল ১২ কেজি ২৬০ গ্রাম। যার দৈর্ঘ্য তিন ফুট দুই ইঞ্চি ও উচ্চতা এক ফুট।

এর আগের দিন সোমবার (২৫ জুলাই) সকালে হালদা নদীর কাগতিয়া স্লুইস গেট এলাকায় প্রায় ৯ কেজি ১০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ মৃত অবস্থায় ভেসে ওঠে

হালদা নদী রিসার্চ ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা মনজুরুল কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত দুদিনে তিনটি মৃত কাতল ভেসে উঠেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনটি মাছের মৃত্যুই অক্সিজেন শূন্যতার কারণে হয়েছে। মাছ শিকারের জন্য কেউ এখানে বিষ প্রয়োগ করেছে— এ কারণে তিন মাছের মৃত্যু হয়েছে। এটি একটি অশনিসংকেত। প্রশাসনের এত কড়াকড়ির মধ্যেও কতিপয় মহল কীভাবে মাছ শিকার করছে— আমার বোধগম্য হচ্ছে না।’