ধ্বংস করা হলো ১৭ কোটি টাকার মাদক 

ফেনীর বিভিন্ন সীমান্ত দিয়ে গত সাড়ে চার বছরে আসা প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ জুলাই) দুপুরে ফেনী বিজিবি ব্যাটালিয়ন সদর দফতর জায়লস্করে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে তিন হাজার ২২৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ, ৯ হাজার ৩৬৪ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ২২১ বোতল হুইস্কি, ৬৮৮ বোতল বিয়ার, ১৬ হাজার ৪৭৯ পিস ইয়াবা, ৫১৫ কেজি গাঁজা এবং নেশা জাতীয় ট্যাবলেট ১৩ লাখ ৮৩ হাজার পিস। 

২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

এদিকে সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম আরিফুল ইসলাম। 

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নিজাম হাজারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার কুমিল্লা, কর্নেল মারুফুল আবেদীন প্রমুখ।