ভাসানচর থেকে পালানো ৭ রোহিঙ্গা আটক

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়া নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী। বুধবার (৩ আগস্ট) সকাল ১০টায় চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাট থেকে তাদের আটক করা হয়। খবর পেয়ে রাতেই চর জব্বর থানা পুলিশ তাদের আটক করে।

আটক রোহিঙ্গারা হলো- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৭৪ নং ক্লাস্টারের মোহাম্মদ ইসমাইল (১৯), একই ক্লাস্টারের পারভিন আক্তার (২৮), মর্জিনা আক্তার (১৮), আয়াস (১০), মর্জিনা খাতুন (৮), বেছানা পারভেজ (৬) ও নুর বেগম (৩৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এছহাক মুন্সিরহাটে একসঙ্গে সাত রোহিঙ্গা আসে। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তারা রোহিঙ্গা বলে স্বীকার করে এবং ভাসানচর থেকে পালিয়ে এসেছে বলে জানায়। পরে বিষয়টি চরজব্বর থানায় জানানো হয়। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

ওসি দেবপ্রিয় দাশ জানান, আটক রোহিঙ্গাদের থানা হেফাজতে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।