চট্টগ্রামে ডায়রিয়া রোগী কমছেই না, হাসপাতালে ভর্তি আরও ১৭৬ 

চট্টগ্রামে ডায়রিয়া রোগী কমছেই না। একদিনে আরও ১৭৬ জন ডায়রিয়া রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জেলার ১৪টি উপজেলায় ১০৮, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৪৮ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে ২০ রোগী ভর্তি হয়েছেন।

গত আট মাসে জেলার ১৫টি উপজেলায় ১৭ হাজার ১২৭ জন ডায়রিয়া রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘গত ২৪ ঘণ্টায় জেলার ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মীরসরাইয়ে চার, সীতাকুণ্ডে ৯, সন্দ্বীপে এক, ফটিকছড়িতে চার, হাটহাজারীতে সাত, রাউজানে ছয়, রাঙ্গুনিয়ায় ৯, বোয়ালখালীতে আট, আনোয়ারায় ও পটিয়ায় ১২ জন করে, বাঁশখালীতে ১৫, চন্দনাইশে ৯, সাতকানিয়ায় সাত ও লোহাগাড়ায় পাঁচ জন নতুন রোগী হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গত ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১৫ উপজেলায় ১৭ হাজার ১২৭ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে গত এক মাসে ভর্তি হয়েছেন দুই হাজার ৫৪৯ জন। গত সাত দিনে ভর্তি হয়েছেন ৫৩৫ জন। তবে এই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার হাসপাতালগুলোতে কেউ মারা যাননি।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজের (বিআইটিআইডি) সহযোগী অধ্যাপক ডা. মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে আজ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২০ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।’

চট্টগ্রাম  মা ও শিশু হাসপাতালের রেজিস্ট্রার ডা. নুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাসপাতালে আজ ৪৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। তাদের হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’