চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান-সচিবসহ ৫ জনের বিরুদ্ধে সমন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষসহ পাঁচ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন চট্টগ্রামের প্রথম শ্রম আদালত। আদালতের আদেশ অবমাননা করার অভিযোগে দায়ের করা মামলায় এই সমন জারি করা হয়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এই আদেশ দেন।

বাকি চার জন হলেন- সিডিএ সচিব আনোয়ার পাশা, সিডিএ’র উপ-সচিব (ভারপ্রাপ্ত সচিব) অমল গুহ, সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও সিডিএ’র অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ নাজের।

আদালত সূত্র জানায়, সিডিএ’র উচ্চমান সহকারী ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে ট্রেড ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ২০১৪ সালের ১৩ মার্চ চাকরি থেকে অপসারণ করা হয়। এই ঘটনায় হাবিবুর রহমান চট্টগ্রামের প্রথম শ্রম আদালতে ২০১৪ সালের ১ জুন মামলা করেন। আদালত গত ২৪ জুলাই তার চাকরিচ্যুতির আদেশ বাতিল করে স্বপদে বহাল রাখার জন্য রায় দেন। রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে হাবিবুর রহমানের সব বকেয়া বেতন-ভাতা প্রদানসহ স্বপদে পুনর্বহালের নির্দেশ দেন।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মচারী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার চাকরি ফিরে দেওয়ার পাশাপাশি বকেয়া বেতন দেওয়ার জন্য আদালতের রায় দিয়েছিলেন। আদালতের রায় কার্যকর করেনি সিডিএ চেয়ারম্যান, সচিবসহ অন্যরা। এ কারণে আমি নতুন করে সিডিএ চেয়ারম্যানসহ পাঁচ জনের বিরুদ্ধে বুধবার আদালত অবমাননার অভিযোগে প্রথম শ্রম আদালতে মামলাটি করেছি। আদালত মামলাটি আমলে নিয়ে সিডিএ চেয়ারম্যান, সচিবসহ পাঁচ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন।’

মামলার বাদীর আইনজীবী সুখময় চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতের আদেশ অমান্য করার অভিযোগে মামলাটি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। এই মামলার পরবর্তী শুনানি ২৫ সেপ্টেম্বর। ওই দিনের মধ্যে সিডিএ চেয়ারম্যানসহ পাঁচ জনকে আদালতে হাজির হয়ে জামিন নিতে হবে।’