এক ঘণ্টার আগুনে পুড়লো ৫ বসতঘর

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় আগুন লেগে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মিজানুর রহমান নামে স্থানীয় এক বাসিন্দা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে থানা এলাকার পরিবেশ অধিদফতর কার্যালয়ের বিপরীতে নরুজ্জামান নামে এক ব্যক্তির পাঁচটি সেমিপাকা ঘরে আগুন লাগে। এসব ঘরে ব্যাচেলর ও কর্মজীবীরা ভাড়ায় থাকতেন। আগুনে এক কক্ষবিশিষ্ট পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এনামুল হক জানান, সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ অফিসের একটি ইউনিট ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।