জেলা পরিষদ ভবনের ছাদ ধসে একজনের মৃত্যু, আহত ৫

খাগড়াছড়ি জেলা পরিষদ ভবনের সামনের অংশের ছাদ ধসে একজনের মৃত্যু ও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বিকাল আনুমানিক পৌনে ৪টার দিকে এই ঘটনাটি ঘটেছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান জানান, জেলা পরিষদের পুরান ভবনের সামনে নতুন করে ছাদের একটি অংশ (যেখানে গাড়ি গিয়ে থামে বা লোকজন গাড়ি থেকে নামে) বর্ধিত করার কাজ চলছিল। কাজ চলাকালে হঠাৎ ধসে পড়ে। এতে ছাদের ওপরে এবং নিচে থাকা বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়েন। সেনা সদস্য ও খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে একজনকে মৃত এবং পাঁচ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

মৃত শ্রমিকের নাম সাজ্জাদ হোসেন (২২)। তিনি সদর উপজেলার সবুজবাগ এলাকার আমিনুল ইসলামের ছেলে। আহতরা হলেন- সদর উপজেলার শালবন এলাকার মৃত আবদুস সামাদের ছেলে রোকন (৩৮), আবদুস সালামের ছেলে হানিফ মিয়া (২৫), মোসলেহ উদ্দিনের ছেলে সোহেল (২০), থলিপাড়ার এলাকার লালু চান মিয়ার ছেলে হাসান (২৪) ও মাটিরাঙার আবদুল খালেকের ছেলে হানিফ (২০)। তবে ধ্বংসস্তূপের নিচে আর কেউ চাপা পড়েছে কি না তা উদ্ধার কাজ শেষ হওয়ার পর বলা যাবে।

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংশিপ্রু চৌধুরী অপু জানান, কী কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।