বঙ্গোপসাগরে জাহাজডুবি: আরও একজনের লাশ উদ্ধার

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে ‌‘এমভি সুলতান সানজা’ নামে একটি পাথরবাহী লাইটার জাহাজডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে লাশ উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। তবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় সকালে দুই জনের লাশ উদ্ধার করা হয়। ওই জাহাজডুবির ঘটনায় এ নিয়ে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিন জন। 

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম জানান, বঙ্গোপসাগরের বহির্নোঙরে বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ ছিলেন। আজ সকালে দুই জন এবং দুপুরে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে চেষ্টা করছে কোস্টগার্ড।

এদিকে, গত মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এতে সাত জন নিখোঁজ হন। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ও বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নদীর নতুন সেতু ও পতেঙ্গা এলাকা থেকে মোট পাঁচ জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

তারা হলেন—জাহাজের ক্যাপ্টেন ফারুক বিন আবদুল্লাহ, প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান কর্মকর্তা সাইফুল ইসলাম, ফিশ মাস্টার জহির উদ্দিন ও ডক কর্মচারী রহমত আলী। বুধবার রাতে ওই জাহাজের ডুবুরি মো. ফয়সাল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তিনি দুর্ঘটনার সময় গুরুতর আহত হন। এখনও দুই জন নিখোঁজ রয়েছেন।