চট্টগ্রামের হাসপাতালে আরও ১৪৭ ডেঙ্গু রোগী

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বেসরকারি হাসপাতালে ৮৯ ও সরকারি হাসপাতালে ৫৮ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে নভেম্বর মাসের ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭৫৭ জন মহানগরীর ও ২১৩ জন উপজেলার বাসিন্দা।

রবিবার (১৩ নভেম্বর) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডেঙ্গুতে চট্টগ্রামে এ বছর ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে তিন হাজার ৬৪৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ এক হাজার ৮১১ জন, নারী ৫৫২ জন ও শিশু ৮৮৫ জন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জানুয়ারিতে ৯, ফেব্রুয়ারিতে ৪, মার্চে ১, এপ্রিলে ৩, জুনে ১৯, আগস্টে ১১৪, সেপ্টেম্বরে ৬০১ ও অক্টোবরে এক হাজার ৮৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে মহানগরীতে রয়েছেন দুই হাজার ৭১৮ জন রোগী।

ডেঙ্গুতে মারা যাওয়া ২৫ জনের মধ্যে সাত জন পুরুষ, আট জন মহিলা ও ১০ শিশু রয়েছে। 

উপজেলা পর্যায়ে ৯৩০ জন আক্রান্তদের মধ্যে লোহাগাড়ায় ৪২, সাতকানিয়ায় ৮০, বাঁশখালীতে ৪২, আনোয়ারায় ৩৪, চন্দনাইশে ২৮, পটিয়ায় ১০০, বোয়ালখালীতে ৩৮, রাঙ্গুনিয়ায় ৩৬, রাউজানে ২৬, ফটিকছড়িতে ৩১, হাটহাজারীতে ৬২, সীতাকুণ্ডে ২৪৮, মীরসরাইয়ে ৩০ জন, সন্দ্বীপে ৯ ও কর্ণফুলীতে ১২৪ জন রোগী রয়েছেন।