লিফটের ভেতর থেকে কিশোরীর লাশ ও আহত দারোয়ানকে উদ্ধার

বান্দরবান বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে আটকা পড়ে এক কিশোরীর মৃত্যুর অভিযোগ উঠেছে। একই লিফটে আটকা পড়ে ভবনের নিরাপত্তা প্রহরী আহত হ‌য়ে‌ছেন। লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার ক‌রে বান্দরবান হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ভবনের লিফটে এই ঘটনা ঘটে।

ওই কিশোরীর নাম সা‌বেকুন্নাহার (১৩)। সে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসের ছেলে সো‌হে‌লের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। তার বাড়ি বান্দরবানের গোয়া‌লিয়া‌খোলা। নিরাপত্তা প্রহরীর নাম নুরুল আমিন।

উদ্ধারকারীরা জানান, বুধবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সা‌বেকুন্নাহার‌কে। সকালে নিরাপত্তা প্রহরী ওপরে যাওয়ার জন্য লিফ‌টে ঢুকলে উপর থেকে রক্ত পড়‌তে দেখেন। ওপরে ওঠার সময় হঠাৎ কিশোরী‌র লাশ লিফটে পড়ে। এ সময় লিফট থেমে গি‌য়ে তিনিও ভেতরে আটকা পড়লে চিৎকার কর‌তে থাকেন। প‌রে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা মিলে প্রথমে নিরাপত্তা প্রহরীকে উদ্ধার করেন। প‌রে প্রায় তিনঘণ্টার চেষ্টায় কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আহত নুরুল আমিন বলেন, সকালে লিফ‌টের ভেতরে ঢু‌কে ওপর থেকে রক্ত পড়তে দেখি। কিছুক্ষণ পর মেয়েটির লাশ আমার সামনে এসে পড়ে। প‌রে আমি ভ‌য়ে চিৎকার ক‌রে জ্ঞান হারি‌য়ে ফেলি।

বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) সর্দার মির্জা জ‌হির উদ্দিন জানান, লিফ‌টের ভেতর থেকে কিশোরীর লাশ ও নিরাপত্তা প্রহরীকে আহত অবস্থায় উদ্ধার করা হ‌য়ে‌ছে। বিস্তারিত তদন্ত ক‌রে বলা যাবে।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন বলেন, ‌‘লিফটের ভেতরে কীভাবে ওই কিশোরীর লাশ এলো, আটকে মারা গেছে নাকি অন্য কিছু ঘটেছে- এখনও তা নিশ্চিত হতে পারিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বলা যাবে আসলে কী ঘটেছে।’