৫০০ ফুট পতাকা বানিয়ে চাঁদপুরে কাতার সমর্থকদের শোভাযাত্রা

চাঁদপুরে ৫০০ ফুট পতাকা বানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছেন কাতারের সমর্থকরা। এতে অংশ নিয়েছেন শতাধিক সমর্থক। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে শাহরাস্তির উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া গ্রামের কাতার প্রবাসীদের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, সারা দেশের মতো চাঁদপুরের অধিকাংশ ফুটবলপ্রেমী ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক হলেও ঘটা করে তাদের কোনও আয়োজন চোখে পড়েনি। তবে কাতার ফুটবল সমর্থকদের এমন আয়োজন নজর কেড়েছে ফুটবল ভক্তদের। দেশের অধিকাংশ রেমিট্যান্সযোদ্ধা কাতার প্রবাসী। সেইসঙ্গে এবার কাতার আয়োজক হওয়ায় তাদের সমর্থন করছেন চাঁদপুরের এসব মানুষজন।

উঘারিয়া গ্রামের মহসিন দেওয়ান, ইদ্রিস দেওয়ান, আরমান হোসেন, ফারুক, ও জাহাঙ্গীর আলম নয়নসহ বেশ কয়েকজন জানান, মূলত কাতারকে ভালো লাগার কারণ হচ্ছে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ কাতার প্রবাসী। আমাদের গ্রামের শত শত মানুষ কাজ করে সেখানে জীবিকা নির্বাহ করছেন। বিশ্বকাপে কাতারের দল রয়েছে। তাই তাদের সমর্থন করছি। আশা করছি, কাতার খুব ভালো খেলা আমাদের উপহার দেবে।

কাতার প্রবাসী এবং শোভাযাত্রার আয়োজক জাহিদুল ইসলাম ও খায়ের উদ্দিন সুমন বলেন, আমাদের শোভাযাত্রায় আসা অধিকাংশ ব্যক্তির স্বজনরা কাতারে রয়েছেন। যাদের পাঠানো টাকা দিয়ে চলে তাদের সংসার। আমরা যারা কাতার প্রবাসী তারাই এই উদ্যোগ নিয়েছি। আমরা কাতারকে ভালোবাসি, কাতার সরকার আমাদের অনেক সুযোগ-সুবিধা দেয়। কাতারকে  শুভেচ্ছা জানাতে আমাদের এই আয়োজন। ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন তারা।