ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিভেদ কাম্য নয়: প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘বর্তমানে ফুটবল বিশ্বকাপ চলছে। ফুটবল জ্বরে আমরা সবাই ভুগছি। কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা অথবা অন্য দলকে সমর্থন করছি। ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বিভেদ কাম্য নয়। যে দলই সাপোর্ট করি না কেন, আমরা একে অপরের ভাই। আমাদের মধ্যে যেন কোনও দ্বন্দ্ব না হয়।’

শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে নোয়াখালী পুলিশ লাইন্সে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ফুটবল বিশ্বকাপ নিয়ে ফেসবুকে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে। একটা দলকে ভালোবাসতেই পারি, কিন্তু আমরা সীমার মধ্যে থাকবো। অবশ্যই ফুটবল বিশ্বকাপ উপভোগ করবো। অপ্রীতিকর কিছু যেন না ঘটে সেদিকে নজর রাখতে হবে।’

খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে উল্লেখ করে তিনি বলেন, ‘সারা দেশে জেলা প্রশাসক ফুটবল জনপ্রিয়তা পেয়েছে। নোয়াখালীর পুলিশ সুপার গোল্ডকাপ টুর্নামেন্টের আয়োজন সুন্দর হয়েছে। আগামীতে দেশব্যাপী এই টুর্নামেন্টটিও জনপ্রিয়তা পাবে। যতবেশি খেলাধুলার আয়োজন করা হবে, ততবেশি তরুণরা যুক্ত হবে।’

জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বলেন, ‘নোয়াখালীতে আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নতুন করে ফুটবল উন্মাদনা তৈরি হয়েছে। এতে জেলার ৯টি উপজেলা থেকে একটি করে ফুটবল দল অংশগ্রহণ করে।’

পরে প্রতিমন্ত্রী আন্তঃথানা পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সুধারাম মডেল থানা ও রানার্সআপ কবিরহাট থানার খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এর আগে, প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্ত করেন।

এ সময় নোয়াখালী-৪ আসনের (সদর ও সুবর্ণচর) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্লাহ খান সোহেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।