পুলিশের বাধা উপেক্ষা করায় ছাত্রদলের মিছিল থেকে ৪ জনকে আটক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে  শনিবার (৭ জানুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের ফেনী জেলার নেতাকর্মীরা। বিকালে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শহরের ট্রাংক রোডে পৌঁছালে সেখানে পুলিশ বাধা দেয়। বাধা অতিক্রম করে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করলে পুলিশের তৎপরতায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে পুলিশ।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন দাবি করেন, পুলিশ অতর্কিতভাবে আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে। আমাদের মিছিল থেকে ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। এ ঘটনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন দাবি করেন, জন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। এতে মিছিলকারীরা পুলিশর ওপর চড়াও হলে ঘটনাস্থল থেকে চার জনকে আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।