ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের হাত থেকে মা-বাবাকে বাঁচাতে গিয়ে পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের দেওয়া আগুন থেকে মা-বাবাকে রক্ষা করতে গিয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল্লা (৪৫) আহত হয়েছেন। এ সময় বৃদ্ধ দম্পতিও আহত হয়েছেন।

রবিবার (১৫ জানিুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত এসআই আতিকুল্লাহর বাড়ি নোয়াখালী জেলার সুধারাম উপজেলায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত।

পুলিশ জানায়, রবিবার বিকালে ৯৯৯-এ আসা কলে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বেহাইর গ্রামে সাইদুল ইসলাম নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণ তার বৃদ্ধ বাবা বজলু মিয়া ও মা আনোয়ারা বেগমকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান।

সেখানে যাওয়ার পরেই তরুণ হঠাৎ ধারালো ছুরি দিয়ে আতিকুল্লাকে এলোপাতাড়ি হামলা করে। এতে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অতিরিক্ত পুলিশ এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফায়েজুর রহমান ফয়েজ জানান, আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, আহত পুলিশ কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ভারসাম্যহীন সাইদুলকে আট করা হয়েছে। তার মা-বাবাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।