নির্বাচন কমিশন যথাসময়ে সংসদ নির্বাচনের তারিখ জানাবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, "এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের তারিখ যথাসময়ে নির্বাচন কমিশন জানাবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেলার মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী নৌকার পক্ষে ভোট চান।

বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপিনেত্রী  বলেছিলেন—পদ্মা সেতুতে উঠলে ভেঙে পড়বে। অথচ তারা এটির উপর দিয়ে যাচ্ছেন, সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। তাদের লজ্জাও করে না।20230127_165057

মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার ভূঁইয়া জীবন, ভাইস চেয়ারম্যান মনির হোসেন, কসবা পৌরসভার মেয়র এমজে হাক্কানী, জেলা পরিষদ সদস্য এম এ আজিজ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য রুমানুল ফেরদৌসী রুমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।

এর আগে জনসভাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে উঠে জনসভার মাঠ।