ছাত্রলীগ নেতা ইভান হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক ইভান (১৮) হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে নগরীর লালদিঘীর পাড়া এলাকা থেকে শচীন দাশ (২০) নামে এ যুবককে গ্রেফতার করা হয়। 

শচীন দাশ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সরদারপাড়া এলাকার রঞ্জিত দাশের ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইভান হত্যায় করা মামলায় শচীন দাশ এজাহারনামীয় আসামি। তাকে গ্রেফতারের পর সোমবার (২০ মার্চ) আদালতে সোপর্দ করা হয়। শচীন আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইভান হত্যা মামলায় এ পর্যন্ত এক নম্বর আসামিসহ আট জনকে গ্রেফতার করা হলো। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

গত বছরের ২২ এপ্রিল রাত ১০টায় নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড় এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন আসকার বিন তারেক ইভান। তিনি বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং এবং ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

ইভান কোতোয়ালী থানার এনায়েতবাজার এলাকার এসএম তারেকের ছেলে। এ ঘটনায় শোভন দেব, ধ্রুব, প্রান্ত, শ্রাবণ, শচীন, রুবেল দত্ত, অর্ক ও মহান চৌধুরীসহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়।