এক জেলায় একদিনে ২৮১ জন ডায়রিয়ায় আক্রান্ত

চট্টগ্রামের ১৪ উপজেলায় একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ২৮১ জন। মঙ্গলবার (২ মে) সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত হয়ে এসব রোগী ভর্তি হন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৫ উপজেলার মধ্যে ১৪ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৮১ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এর মধ্যে মীরসরাইয়ে ২১, সীতাকুণ্ডে ৭, সন্দ্বীপে ৩, ফটিকছড়িতে ১৫, হাটহাজারীতে ৬, রাউজানে ১১, রাঙ্গুনিয়ায় ১০, বোয়ালখালীতে ৪১, আনোয়ারায় ২৯, বাঁশখালীতে ২২, চন্দনাইশে ৩৭, সাতকানিয়ায় ১৪ ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডায়রিয়া নিয়ে ভর্তি হন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘ডায়রিয়া আক্রান্ত রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়ে ২৮৪টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। অধিকাংশ রোগী একদিনে ভালো হয়ে উঠছেন।’