স্বামীকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেলো স্ত্রীরও

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দম্পতি হলেন- মো. মমিন মিজি (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬০)।

কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, বসতঘরের পাশে একটি ঘরে মুরগি, কবুতর পালতেন তারা। ওই ঘরে আগে থেকেই বৈদ্যুতিক সর্ত সার্কিট হয়ে ছিল যা তারা জানতে না। দুপুর সাড়ে ১২টার দিকে মমিন মিজি সেখানে গেলে বিদ্যুতায়িত হন। পরে তার স্ত্রী উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাদেরকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় তাদের দাফন সম্পন্ন হয়

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের সদস্যদের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।