বিএনপি নেতা ইশরাকের গাড়ি বহরে হামলার চেষ্টা, মোটরসাইকেলে আগুন

নোয়াখালীতে দলীয় পদযাত্রায় অংশগ্রহণ করতে আসার পথে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন তারা। এতে উভয়পক্ষের কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ী বাইপাস ও হোসেন পাম্পের সামনে দফায় দফায় এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার বিকালে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা কৃষকদল, শ্রমিকদল, তাঁতিদল, মৎস্যজীবীদল ও জাসাসের উদ্যোগে পদযাত্রার আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য বিকালে ঢাকা থেকে নোয়াখালী আসার পথে সোনাইমুড়ী বাইপাস এলাকায় ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলার চেষ্টা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিএনপি নেতার গাড়ি বহরের সামনে থাকা দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

noakhali2

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘ঢাকা থেকে আমাদের নেতৃবৃন্দ আসার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

জানাতে চাইলে সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন, ‘বিএনপির নেতা ইশরাকের গাড়ি বহরে বাধা দেওয়ার বিষয়টি শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’