ট্রান্সফরমার চুরি করে ভাঙারি দোকানে বিক্রি করতো তারা

ফেনীর দাগনভূঞায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির মূলহোতাসহ চক্রের ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নোয়াখালীর সুধারাম থানা এলাকার ভাঙারি দোকানে বিক্রি হওয়া ছয়টি ট্রান্সফরমারসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) জাকির হাসান।

গ্রেপ্তার আসামিরা হলেন- চক্রের মূলহোতা নোয়াখালী সেনবাগ উপজেলার মাহাতাবপুর গ্রামের মৃত মজিবুল হকের ছেলে জসিম উদ্দিন (৪০), সুধারাম থানার লালপুল গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো. কামাল (৩১), একই থানার শালিপুর গ্রামের ঈসমাইলের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক ইলিয়াস (২৬), ভোলার বোরহানউদ্দিন থানার চরআলগী ইউনিয়নের দেয়ালা গ্রামের মো. আলমগীরের ছেলে মো. খোকন (৩৫), লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসুদিহাত গ্রামের মো. আবুল বাশারের ছেলে সবুজ (২৭) ও ভাঙারি ব্যবসায়ী মাহবুব ট্রেডার্সের স্বত্বাধিকারী সুধারামপুর থানার ধর্মপুর গ্রামের আবু তাহেরের ছেলে বোরহান উদ্দিন (২৮)।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে দাগনভূঞায় ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ে। চোর চক্রের সদস্যরা রামনগর, ইয়াকুবপুর, মাতুভূঞা ও সিলোনিয়াসহ বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পল্লী বিদ্যুতের দাগনভূঞা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, এজিএম রাশেদুল ইসলামসহ একাধিক কর্মকর্তা বাদী হয়ে থানায় পৃথক জিডি করেন। এর সূত্র ধরে পুলিশ রবিবার রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সুপার বলেন, আসামিরা দাগনভূঞা, সোনাগাজী, সেনবাগ, সোনাইমুড়ী এলাকায় ট্রান্সফরমার চুরি করে ভাঙারি দোকানে বিক্রি করে। পরে সেখান থেকে ঢাকার মিটফোর্ড এলাকায় বিক্রি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।